হারাম-হালাল

দেখুন, ইসলাম কী শেখায়

  1. প্রতারণা ও ধোকাবাজী করা হারামঃ রাসূল সা বলেছেনঃ مَنْ غَشّنا فَلَيْسَ مِنِّا ‘যে আমাদের সাথে প্রতারণা করে তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।’ (মুসলিম)

  2. প্রতিবেশীকে কষ্ট দেয়া হারাম: রাসূল সা বলেছেনঃ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ ‘যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।’ (বুখারী)

  3.  অতিথী সেবা: রাসূল সা বলেছেনঃ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ ‘যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে।’ (বুখারী)

  4.  ভাল কথা বলতে হবে নতুবা চুপ থাকতে হবে: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ ‘যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভাল কথা বলে নতুবা চুপ থাকে।’ (বুখারী) 

মন্তব্য করুন

Back to top button