আমল/ইবাদত
ফজরের সুন্নাতের আগে তাহিয়াতুল মসদিজ পড়তে হবে?

প্রশ্ন : ফজরের সুন্নাতের আগে তাহিয়াতুল মসদিজ নামাজ পড়তে হবে? যদি সময় থাকে তাহলে কি পড়ব?
উত্তর : ধন্যবাদ আপনাকে। ফজর নামাজের সময় মসজিদে ঢুকে সুন্নাত পড়ার আগে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না। শুধু দুই রাকাত সুন্নাত পড়লেই হবে। ওই সুন্নাত দুই রাকাত নামাজের সঙ্গে তাহিয়াতুল মসিজেদর নিয়ত রাখলেই হবে। আপনি মসজিদে প্রবেশ করে দুই রাকাত সুন্নাত পড়বেন সেটাই হলো সুন্নাহ। এখন এটাকে কেউ আবার গুলিয়ে ফেলবেন না। কারণ এটা শুধুমাত্র ফজর সালাতের জন্য। অন্য সালাতের জন্য না। নির্দিষ্ট নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম শুধু এটা। এটা নিয়ে আবার কেউ ভুল বুঝবেন না।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।