আমল/ইবাদত
অজু না করে কোরআন তিলাওয়াত করা জায়েজ কি?
প্রশ্ন : অজু না করে কোরআন তিলাওয়াত করা জায়েজ কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অজু না করে কোরআন মাজিদ তিলাওয়াত করা জায়েজ আছে। এটি আলেমদের বিশুদ্ধ বক্তব্য। কিন্তু কোরআন স্পর্শ করা জায়েজ নেই। এটি সম্মানিত কোরআন। তাই পবিত্র না হওয়া পর্যন্ত এটি স্পর্শ করতে পারবে না। এটি স্পষ্ট কথা। তবে কেউ যদি মুখস্থ পারেন তাহলে অজু ছাড়া তিলাওয়াত করতে পারবেন। তবে স্পর্শ করে নয়। তিলাওয়াতের জন্য অজু শর্ত নয়। কিন্তু কোরআন তিলাওয়াতের ফজিলত রয়েছে। এটি আল্লাহর কালাম। এটিকে সাধারণ কিছু ভাবা উচিত নয়। এটির মর্যাদা বিশাল। কোনো ব্যক্তির যদি এই উপলব্ধি থাকে তাহলে তিনি অবশ্যই অজু করবেন। এটি স্বাভাবিক বই নয়। এটির মর্যাদা কতটা বিশাল সেটা বুঝতে হবে। এটি উপলব্ধি করতে হবে। এটি নিয়ে অনেক হাদিস আছে।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।