অর্থনীতি/যাকাত/ছাদাক্বা

বছরের বিভিন্ন সময় জাকাত দেওয়ার বিধান আছে কী?

প্রশ্ন : বছরের বিভিন্ন সময় জাকাত দেওয়ার বিধান আছে কী?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জাকাত যে কোনো সময় আদায় করতে পারবেন। আপনি চাইলে জাকাত অগ্রিম আদায় করে দিতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। জাকাত শুধু নির্দিষ্ট সময় আদায় করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে যে কোনো সময় আদায় করতে পারবেন। সম্পত্তির থেকে বের করে জাকাত দিতে হবে। হিসাব কষে আদায় করতে হবে। যদি হিসাব না করে দেন তাহলে সদকা হয়ে যাবে। তাই হিসাব করে বছরের যে কোনো সময়ই চাইলে আপনি জাকাত আদায় করতে পারবেন। কোনো সন্দেহ নেই তাতে।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button