ঈদ/কুরবানী
সাত ভাগে কোরবানিতে কি সবার নাম উল্লেখ করতে হয়?
প্রশ্ন : সাত ভাগে কোরবানি দিলে কি সবার নাম উল্লেখ করতে হয়?
উত্তর : সাত ভাগে কোরবানি দেওয়ার সময়—বিসমিল্লাহ, আল্লাহ হু আকবার বলে জবাই করলেই কোরবানি হয়ে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সাতভাগে কোরবানি দিতে গিয়ে সবার নাম উল্লেখ করার দরকার নেই। এটা শর্ত নয়। কিংবা বাধ্যতামূলক বিষয়ও নয়। এই ধরনের কোনো আমল প্রমাণিত হয়নি। সাহাবিরা কোরবানির সময় কোনো পশুকে কষ্ট দিতেন না। তাই সবার নাম উল্লেখ করার কোনো বাধ্যতামূলক রীতি নেই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।