ভিডিও
বাচ্চার ঠিক রেগে যাওয়ার মুহূর্তগুলোতে আমাদের করণীয় কি? (ভিডিও)
“তোমার এত ‘রাগ’? এত ‘জিদ’?”!!
বাচ্চার রাগের মুহূর্তগুলোতে ক্রমাগত বাচ্চাকে এভাবে দোষারোপ করতে থাকলে, সে শুধু তার সেই ‘আবেগ’টাকেই অগ্রাহ্য হতে দেখে যার উপর তার বিন্দুমাত্র কোন কন্ট্রোল নেই!
বাচ্চাটির রাগ প্রকাশের ক্ষেত্রে অগ্রহণযোগ্য আচরণগুলো কোনটি এবং বিকল্প কোন ‘আচরণ’টি তার করা উচিত – সেই ডিরেকশনটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চাদের কাছে স্পষ্ট করিনা। ফলে একই নেতিবাচক ঘটনার পুনরাবত্তি হতেই থাকে!
বাচ্চার ঠিক রেগে যাওয়ার মুহূর্তগুলোতে আমাদের করণীয় কি? – সেটাই বলছেন ডাঃ সুষমা রেজা।