ছিয়াম/রমযান

ছিয়াম অবস্থায় ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করলে কাফফারা দিতে হবে কি?

উত্তর : রামাযান মাসে ইচ্ছাকৃত বীর্যপাত করালে ছিয়াম ভঙ্গ হয়ে যাবে। তবে এতে স্ত্রী সহবাসের ন্যায় কাফফারা দিতে হবে না। বরং সেই দিনের ক্বাযা আদায় করতে হবে এবং অধিকহারে তওবা-ইস্তিগফার করতে হবে। আর স্ত্রী সহবাসের সাথে এর তুলনা করা যাবে না (ইবনু কুদামা, আল-মুগনী ৩/১২৭; ফাতাওয়া লাজনা দায়েমা ১০/২৫৬, ২২/৬১; উছায়মীন, শারহুল মুমতে‘ ৬/৩৭৪-৭৫)। কারণ স্ত্রী সহবাসে লিপ্ত হ’লে বীর্যপাত হৌক বা না হৌক ছিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং কাফফারা হিসাবে একাধারে ষাটটি ছিয়াম পালন বা গোলাম মুক্তকরণ অথবা ৬০ জন মিসকীনকে খাওয়াতে হবে’ (বুখারী হা/১৯৩৬; মুসলিম হা/১১১১; মিশকাত হা/২০০৪; মওসূ‘আতুল ফিক্বহিইয়াহ ৩৫/৫৫)

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button