কিভাবে আপনার রমজানকে অন্য সবার থেকে ব্যতিক্রম করবেন ?
রমজানের প্রস্তুতি : কিভাবে এই রমজানটিকে আপনার জীবনের ব্যতিক্রম একটি রমজান করবেন?
পরিকল্পনা করা রাসুল (সা.) এর সুন্নাত। কোন বিষয়ে সফলতা লাভের জন্য আগে থেকেই সেই বিষয়ের জন্য কিছু প্রস্তুতি গ্রহন করতে হয়। রমজানের সর্বোচ্চ ফায়দা লাভের জন্যও আমাদের সমসাময়িক কিছু প্রস্ততি রাখা দরকার
১. নিয়ত করুন। এই রমজানকে ব্যতিক্রম রমজান হিসেবে পালন করবেন সেই নিয়ত করুন
২. শাবান মাসের রোজা রেখে রোজার জন্য মানসিক প্রস্তুতি গ্রহন করুন
৩. যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন না, এখন থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করুন। মনকে প্রস্তুত করুন রমজানের জন্য
৫. এখন থেকেই কুরআন অধ্যয়ন শুরু করুন। কুরআন না থাকলে আগে থেকেই সংগ্রহ করে রাখুন। মোবাইলে অর্থসহ কুরআন এবং তাফসির এপ্স ডাউনলোড ইন্সটল করে রাখুন।
৬. রমজানে আল্লাহ তায়ালা দুয়ার উত্তর প্রদান করেন। তাই বেশি বেশি দুয়া করুন। একটি ছোট্ট নোটবুকে নিত্যপ্রয়োজনীয় দোয়া লিখে রাখুন। দোয়ার এপ্স মোবাইলে ইনস্টল করে রাখুন। নিয়ত করুন যে এই রমজানে নিত্যপ্রয়োজনীয় সকল মাসনুন দোয়া মুখস্থ করবেন।
৭. দান করার মানসিক প্রস্তুতি নিন। আপনার যেসকল কাপড়, ফার্নিচার, বই-পুস্তক বা অন্যকিছু দান করতে চান সেগুলো আগে থেকেই আলাদা করে রাখুন। আগে থেকেই যাকাতের টাকা হিসেব করে আলাদা করে রাখুন। নতুবা পরে টাকা খুঁজে পাবেন না
৮. আগে থেকেই বাজার করে রাখুন। রমজানে বাজার এবং বেশি বেশি রান্নার সময় বাচান
৯. আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখুন। রমজানে অনেকেই ছুটিতে থাকে। সারা বছর অনেকের সাথে যোগাযোগ হয়না। রমজানের ছুটিতে সবাইকে কল করে খোঁজখবর নিন
১০. রমজানে বাচ্চাদের স্কুল ছুটি থাকে। তাদের সাথে হালাল বিনোদনের পরিকল্পনা করে রাখুন
১১. আপনার সোশ্যাল মিডিয়া পরিকল্পনা করুন। রমজানের আগেই অশ্লীল পেইজ, আইডি আনফলো/আনলাইক করুন। এগুলো আপনার মনোযোগে বিঘ্ন ঘটাবে। ইসলামিক পেইজ/আইডি ফলো করুন।
১২. আপনার গাড়িতে বা মোবাইলে সিডি বা গানের লিষ্ট চেঞ্জ করুন। আগে থেকেই কুরআন, দোয়া, ইসলামিক লেকচার সংগ্রহ করে রাখুন
১৩. প্রতিদিনের পরিকল্পনা করুন। আপনার প্রতিদিনের রুটিনে যেন নামাজ, রোজা, কুরআন-হাদীস অধ্যয়ন অন্তর্ভুক্ত থাকে।
আপনার নিজস্ব আরো সুন্দর পরিকল্পনা থাকতে পারে। সেগুলোকেও সাথে রাখুন
অনুবাদ
এনামুল হক মনি
মূল: Sana Gul Waseem
islamic online university blog