স্বাস্থ্য তথ্য
সাপ কামড়ালে কি করবেন ?
সারা পৃথিবীতে ২৫০০০ প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে শতকরা ১৫ ভাগ সাপ বিষধর হয়ে থাকে। আমাদের দেশে ৭৯ প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে ২৭ প্রজাতির বিষধর সাপ। সাপ সাধারণত নিরীহ প্রাণী তাই অকারণে কাউকে কামড়ায় না।
সাপে কাটার প্রাথমিক চিকিৎসা
- সাপে কাটা ব্যক্তিকে মাথা উপর দিক করে শুইয়ে দিন এবং শান্ত করুন। নড়াচড়া করতে মানা করুন অন্যথায় বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়বে
- কামড়ের স্থানে ব্যথা না থাকলে প্রেশার বা চাপ ব্যান্ডেজ করুন।
- হাত ও পায়ে ক্ষেত্রে কামড়ের স্থান থেকে উপরের দিকে বেধে নিতে হবে অর্থাৎ প্রেসার বা চাপ ব্যান্ডেজ করতে হবে। খেয়াল রাখতে হবে ব্যান্ডেজ খুব টাইট না হয়। রক্ত চলাচল পরীক্ষা করতে হবে।
- হাত ও পা এমন ভাবে বাধতে হবে যাতে শরীর অনড় থাকে।
- মনিটর করুন- শ্বাস চলাচল, পালস সাড়া দেওয়ার পর্যায়
- যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পাঠাতে হবে
প্রয়োজনীয় সাবধানতা
- পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে ঝুঁকি কম হয়
- সাপে কাটা রোগীকে জাগিয়ে রাখতে হবে, ঘুমাতে দেওয়া যাবে না
- বেশি শক্ত করে বাধা যাবে না কারণ রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে যার ফলে অঙ্গে পচন ধরতে পারে
- কামড়ের স্থান চুষে নেওয়া বা কাটাছেড়া করা যাবে না
- সম্ভব হলে সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে যেতে হবে যাতে চিহ্নিত করা যায়। তবে সাপ মারার জন্য সময় নষ্ট করা যাবে না
- চিকিৎসার জন্য ওঝা বা সাপুড়ের উপর নির্ভর করা যাবে না এগুলো বিজ্ঞান সম্মত নয়