সফটওয়্যার : মাকতাবা শামিলা

ডাউনলোড করুন মাকতাবা শামিলা ISO ফাইল।
মাকতাবা শামিলা একটি সুসমৃদ্ধ ও সুবিশাল ডিজিটাল গ্রন্থগার। মধ্যপ্রাচ্যভিত্তিক দাওয়া-সহায়তা সংস্থা আল-মাকতাব আত-তাআউনী লিদ-দাওয়া বির-রওযার স্পন্সরকৃত স্থায়ী সাদাকা হিসেবে মুক্ত, সহজলভ্য ও সুবিধাপূর্ণ একটি গ্রন্থগার সফটওয়্যার।
গবেষক ও জ্ঞানান্বেষণেচ্ছুদের জন্য ইসলামি জ্ঞান-সম্পদকে সার্বজনীনভাবে উন্মুক্ত করে দেওয়াই এই গ্রন্থগারের উদ্দেশ্য। তবে আহলে সুন্নত ওয়াল জামায়াতের মতাদর্শ-পরিপন্থী কোনো ক্ষেত্রে এর ব্যবহার অনুমোদিত নয়।
- এটি সহজলভ্য ও বিনামূল্যে পাওয়া যায়,
- এটি মুক্ত, ব্যবহারকারীর জন্য সম্পাদনা উপযোগী এবং সবধরনের টেক্স ফাইল গ্রহণ করে।
- উন্নত সার্চ-সমৃদ্ধ ও ব্যবহার-বান্ধব।
- এতে আছে কুরআন, তাফসীর, হাদীস, শুরুহুল হাদীস (হাদীসের ব্যাখ্যা), ফিকহ, উসূলে ফিকহ, ফাতাওয়া,
- উলূমুল হাদীস, ইতিহাস, ভূগোল, জীবনীসহ প্রায় সকল প্রামাণ্য গ্রন্থ।
অফিসিয়াল সংস্করণ (৬১১১টি কিতাবসমৃদ্ধ) ডাউনলোড (সাইজ: ২.১ জিবি)
মাকতাবা শামিলা সফটওয়্যারের ফন্ট সমস্যার সমাধান
১। প্রথমে আপনার Computer এর Start মেনুতে ক্লিক করুন তারপর Control Panel এ ক্লিক করুন।
২। Control Panel ওপেন হলে region and Language ট্যাবে ক্লিক করুন। নিচের মত একটা উইন্ডো Open হবে।
৩। এই উইন্ডো এর administrative Tab এ ক্লিক করুন। তারপর Change System Locale এ ক্লিক করুন। নিচের মত পর্দা Open হবে।
৪। এখান থেকে current System Locale টা Arabic (Saudi Arabia) করে দিন এবং OK তে ক্লিক করুন।
৫। আবার OK তে ক্লিক করুন। আবার আপনার PC রিস্টার্ট করতে বলবে। রিস্টার্ট হয়ে গেলে ইনশাহআল্লাহ ফন্ট এর এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং নিচের মত দেখাবে।
এই software টি কি বাংলা ভাষায় নাকি আরবি ভাষায়?
Arabic
এটি কি বাংলা ভাষায়?
আসসালামু আলাইকুম মোহতারাম।। আমি কিছুতেই ডাউনলোড করতে পারছিনা।। আমাকে কি কোনো ভাবে সাহায্য করা যায়???
ভাই Android phone এর জন্য নাই এ্যাপটা
না
উইন্ডোজ ৭ এ অফিসিয়াল সংস্করণ (৬১১১টি কিতাবসমৃদ্ধ) ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, কিন্তু অপেন হয় না।
لم يكن فتخ قواعد البيانات الأساسية
এই মেসেজটি আসে…।
কী করণীয়?
01918758601 নাম্বারে যোগাযোগ করুন
১০০০০ কিতাবের শামেলার কোনো তথ্য দিয়ে সহযোগিতা করা যাবে?
কি তথ্য জানতে চান?
১০০০০ কিতাব সম্বলিত শামেলা কিভাবে পাবো?
ভাই আমার কাছে 29 হাজার কিতাব সম্বলিত মাকাতাবা শামেলা আছে। 01918758601 এ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
মাকতাবা শামেলা মোবাইলে সাপোর্ট করবে কি??
এটা কম্পিউটারের জন্য।