ফাতাওয়া

বই: ফতোওয়া আরকানুল ইসলাম

ইসলামী জ্ঞানের জগতে “ফতোওয়া আরকানুল ইসলাম” অত্যন্ত মূল্যবান বই। ইসলামের পাঁচটি স্তম্ভ অর্থাৎ (ঈমান, নামায, রোজা, হজ্জ ও যাকাত)  সম্পর্কে মানুষের প্রশ্নের অন্ত নেই, জিজ্ঞাসার শেষ নেই। তাই নির্ভরযোগ্য প্রখ্যাত আলেমে দ্বীন, যুগের অন্যতম সেরা গবেষক আল্লামা শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমীন (রহঃ) ঐ সকল জিজ্ঞাসার দলীল ভিত্তিক নির্ভরযোগ্য জবাব প্রদান করেছেন। প্রতিটি জবাব পবিত্র কুরআন ও রাসুলূল্লাহ (সাঃ) এর বিশুদ্ধ হাদীস ও পূর্বসুরী নির্ভরযোগ্য উলামাদের মতামত থেকে দেয়া হয়েছে। আশা করি পাঠকের মনের মাঝে লুকিয়ে থাকা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এ বই থেকে।

ফাইল সাইজ: ৪.২৮ মেগাবাইট
পৃষ্ঠা সংখ্যা: ৪৯৭

pdfFatwa_Arkanul_Islam.pdf 4.28 MB
Download

মন্তব্য করুন

Back to top button