বই: ছলাত সম্পাদনের পদ্ধতি (শায়খ আলবানী)

বই: নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের ছলাত সম্পাদনের পদ্ধতি
“তাকবীর থেকে সালাম পর্যন্ত এমনভাবে যেন আপনি দেখছেন”।
❑ মূল: যুগশ্রেষ্ঠ প্রকৃত আল্লামা ও মুহাদ্দিছ মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী (রহিমাহুল্লাহ)।
❑ অনুবাদ ও সম্পাদনা: আকরামুজ্জামান বিন আবদুস সালাম; আবূ রাশাদ আজমাল বিন আবদুন নূর।
❑ প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স
এটি সারা বিশ্বে প্রসিদ্ধ একটি গ্রন্থ এবং প্রায় সকল ভাষাতেই অনূদিত হয়েছে। লেখক কিতাবে ছলাতের মৌলিক-অমৌলিক খুঁটিনাটি সমস্ত নিয়ম-পদ্ধতির আলাদা আলাদা শিরোনাম নির্ধারণ করে তার আওতায় হাদীছের বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতিসহ তথ্য উল্লেখ করেছেন। শুধু ছহীহ বা হাসান হাদীছ দ্বারা সাব্যস্ত নিয়মগুলোই তিনি নিয়েছেন। যঈফ বা মওযু হাদীছ থেকে যে সমস্ত নিয়ম পাওয়া যায় তা তিনি উল্লেখ করেননি। এছাড়াও পাঠকের সুবিধার্থে এতে প্রয়োজনীয় টীকা সংযুক্ত করা হয়েছে।
বইটি আপনি ফ্রী ডাউনলোড করতে পরেন, তবে অনুগ্রহপূর্বক বইটি প্রকাশনী থেকে ক্রয় করুন। রকমারি ডট কম থেকে কিনতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন:
http:/rokomari.com/book/75292
Solat_sompadoner_poddhoti.pdf 8.05 MB
ছালাত সম্পদনের পদ্ধতি এই বইটা ডাউনলোড করতে পারতেছিনা দয়া করে লিংক দিন