রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

ইতিহাস এবং রাজনীতি পাঠ কেন জরুরি

আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন আজ পৃথিবীর এই অবস্থা? আমাদের চারপাশে কেন বিরাজ করছে এই অস্থিতিশীলতা? ভেবে দেখেছেন, অতীত ইতিহাসে কবে কখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? বর্তমান পরিস্থিতিতে ইতিহাস আমাদের কী শেখায়, আদৌ কি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে আমাদের? একমাত্র ইতিহাস-রাজনীতি নিয়ে আপনার জানাশোনার মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর পেতে পারেন। বর্তমান যুগের চাহিদায় ইতিহাস পাঠ অপরিহার্য। কেন ইতিহাস এবং রাজনীতি পাঠ জরুরি এর উত্তর পাবেন আজকের লেখায়।

অতীতকে বোঝার দক্ষতা অর্জন

অতীতের ইতিহাস এবং রাজনৈতিক ঘটনাগুলোর প্রেক্ষাপট আপনি জানতে পারবেন এই জনরার বইগুলো পাঠ করেই। ইতিহাস-রাজনীতির এখন-তখন মেলাতে পারবেন অতীতের বয়ান থেকেই। ইতিহাসের ব্যর্থতা এবং সফলতার কারণগুলো খুঁজে পদক্ষেপ নিতে পারবেন বর্তমান পরিস্থিতিতে।

চিন্তার উন্নয়ন

ইতিহাসের জটিল পাঠগুলো আপনার চিন্তাশক্তির উন্নয়ন ঘটাবে। ইতিহাস এবং রাজনীতির পাঠ আপনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মুখোমুখি করবে। একটা ঘটনা নিয়ে নানান দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখাবে। অতীতের ভুল-শুদ্ধ পদক্ষেপগুলো আপনার বিশ্লেষণী দক্ষতাকে উন্নত করবে।

আদর্শ নাগরিক

রাজনৈতিক তত্ত্ব, ব্যবস্থা এবং ইতিহাস জানা আপনাকে সমৃদ্ধ নাগরিকের স্বীকৃতি দিবে। এই জানাশোনা আপনাকে যেকোনো আলোচনা, বিতর্ক কিংবা আন্দোলনে যৌক্তিক অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে।

সাংস্কৃতিক সচেতনতা গঠন

প্রতিটি ভিন্ন ভিন্ন জাতিসত্তার থাকে ভিন্ন ভিন্ন সংস্কৃতি। এই সংস্কৃতির স্বকীয়তা টিকিয়ে রাখতে হলে জানতে হবে রাজনীতি এবং ইতিহাস নিয়ে। নাহলে সাংস্কৃতিক আগ্রাসনের এবং অপসংস্কৃতির শিকার হতে হবে।

ব্যক্তিগত উন্নয়ন

ইতিহাস এবং রাজনীতি পাঠ যুগের সাথে নিজেকে খাপ খাওয়ানোর শিক্ষা দিবে, অথবা এমন শিক্ষা দিবে যেন আমরা যুগকে নিজেদের অনুকূলে রাখতে পারি। সমাজের বিবর্তনগুলো না জানলে বুঝতে পারবো না নিজেদের পদক্ষেপ কী হওয়া উচিৎ।

বাস্তবায়ন/প্রয়োগ

কিছু কিছু সেক্টর আছে যেখানে সরাসরি এই বিষয়গুলো প্রাসঙ্গিক, যেমন- আইন, সাংবাদিকতা, শিক্ষা, পাবলিক পলিসি। বর্তমান পৃথিবীর প্রতিটি মানুষের জীবন এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত। তাই ইতিহাস-রাজনীতি নিয়ে জানাটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন।

অনুভূতি এবং অনুপ্রেরণা

ইতিহাসপাঠ আমাদের পূর্বসূরীদের অনুভূতিগুলো অনুভবের সুযোগ করে দেয়। তাদের মতো নিজেদের ভাবনাগুলোকে সাজানোর প্রয়াস দেয়। তেমনই ইতিহাস-রাজনীতির পাঠ আমাদের অনুপ্রাণিত করে সঠিক পথে চলতে, ভুল পদক্ষেপ থেকে নিজেদের রক্ষা করতে।

মন্তব্য করুন

Back to top button