Uncategorized

নারীদের গোঁফ উঠলে সেটা কি ফেলে দেওয়া জায়েজ?

প্রশ্ন : অনেক নারীর শরীরে পুরুষের হরমন দেখা যায়। তখন ওই নারীদের গোঁফ উঠলে সেগুলো কি ফেলে দেওয়া জায়েজ?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নারীদের ক্ষেত্রে বিষয়টি দেখতে বিকৃত মনে হয়, যদি স্বাভাবিক মনে না হয় তাহলে ট্রিটমেন্ট করে তুলে ফেলা জায়েজ। কিন্তু যদি বিকৃত মনে না হয় তাহলে ফেলা নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। এক্ষেত্রে অনেকে বলেছেন না তোলাটাই উত্তম। কিন্তু আমি মনে করি, সৌন্দর্য বাড়াতে নারীদের এটা করা জায়েজ। তবে নাক, কান, মুখ যদি গঠন পরিবর্তন না করেন তাহলে শুধু লোম ফেলা জায়েজ। সৌন্দর্য বাড়াতে এটা করলে কোনো সমস্যা নেই। এতে গুনাহ হবে না। মুখের লোম যদি অনেক বেশি হয় তাহলে তিনি ট্রিটমেন্ট নিতে পারবেন।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button