মুহাম্মাদ জামালুদ্দীন

মুহাম্মাদ জামালুদ্দীন

আশির দশকের প্রথমদিকে বিভিন্ন বিভ্রান্তি আমাকে কুর’আনে আগ্রহী করে তোলে। একই দশকের দ্বিতিয়ার্ধে কুর’আনের বিভিন্ন অনুবাদের তুলনামূলক বিশ্লেষণ এবং নারী-বিষয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গির পর্যালোচনা আমার গবেষণার প্রধান বিষয়ে পরিণত হয়। পূর্ণ আন্তরিকতার সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি, কুর’আন মাজিদের নিবেদিত ছাত্র হিসাবে গবেষণার সেই যে শুরু, আলহামদুলিল্লাহ, আজ অবধি তা অব‍্যাহত আছে। কর্মজীবনে ভূপদার্থবিদ হিসাবে পেট্রোবাংলায় যোগদান ১৯৭৫ সালে এবং ২০০৭ সালে বাপেক্সের ব‍্যবস্থাপনা পরিচালক হিসাবে চাকুরী থেকে অবসর গ্রহণ করি। বর্তমানে (২০১৭) জ্বালানি বিষয়ে খণ্ডকালীন স্বাধীন পরামর্শক ও উপদেষ্টা হিসাবে নিয়োজিত। প্রকাশিত বই: (১) মুসলিম নারীর পোষাক এবং কর্ম, ১৯৯৮, ২০০৩। (২) কুর’আনের আলোয় নারী, ২০১৬। (৩) ‘মুসলিম নারীর পোষাক এবং কর্ম’-এর তৃতীয় সংস্করণ প্রকাশের জন‍্য প্রস্তুত।
Back to top button