সচেতনতা

‘বিয়ে জীবনে একবারই হয়’

‘বিয়ে জীবনে একবারই হয়’ –একথা আমাদের মা-বোনদেরকে প্রায়ই গর্ব করে বলতে শোনা যায়। তারা হয়তো ভাবেন এটা তাদের মান-মর্যাদা, জাত্যাভিমান। আসলে এটা মর্যাদা নয় অপমান। এর পেছনে লুকিয়ে আছে ব্রাম্মনবাদী পৌত্তলিক অপবিশ্বাস।

এ সংস্কৃতি হিন্দুদের থেকে এসেছে। ইতিপূর্বে হিন্দু সমাজে নারীদের বিয়ে একবারই হতো। স্বামী মারা গেলে তাকেও তার সাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো। বিধবাদের পুনরায় বিয়ে করতে না দেওয়ার প্রথা তো এখনো অনেক হিন্দু সমাজে বিদ্যমান। কোলকাতা সাহিত্যে যাদের কিছুটা বিচরণ আছে তারা বেশ জানেন এ তথ্য।

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজে—সাহাবীদের সমাজে—এমন নারীদের সংখ্যা খুবই কম ছিলেন যাদের একটি বিয়ে হয়েছে। বিশ্বাস না হলে আপনি মহিলা সাহাবীদের জীবনী পড়ে দেখেন। একটি বিয়ে হওয়াকে যেমন কোনো বিশেষ গুন মনে করা হতো না; একাধিক বিয়ে হওয়াটাও ছিলো না দোষের কিছু।

বিয়ে দুজন নারী পুরুষের মধ্যে একটি সামাজিক ও ধর্মীয় চুক্তি। এর মাধ্যমে পরস্পর পরস্পরের চরিত্রের সুরক্ষা দিবে; মানবপ্রজন্মের ধারা অক্ষুন্ন রাখবে; সর্বোপরি একে অন্যকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহযোগিতা করবে।

ব্যক্তিগতভাবে নিজ নিজ অবস্থানে দুজন নারী-পুরুষ যথেষ্ট সজ্জন ও ভালো মানুষ হওয়া সত্ত্বেও স্বামী-স্ত্রী হিসেবে তাদের মাঝে বুঝব্যবস্থার মিল না-ও হতে পারে। সেক্ষেত্রে দাম্পত্য-জীবন অনেক সময় বোঝা হয়ে দাড়াতে পারে; যেটা তাদের উভয়ের জীবনকে দুর্বিসহ করে তোলে। আর তা যদি তাদেরকে আল্লাহর বিধান লংঘনের পর্যায়ে নিয়ে যায়, তাহলে এ দাম্পত্য বোঝা বয়ে না বেড়িয়ে সম্মানের সাথে পৃথক হয়ে যাওয়াটাই শ্রেয়।

পৃথিবীর যাবতীয় কিছু—স্বামী-স্ত্রী, সন্তান-সন্তুতি, ধন-সম্পদ—সবকিছু হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় উপকরণ। পথকে যারা গন্তব্য বানিয়ে নেয় তাদের সে পথ তাদেরকে কেবল ক্লান্তই করবে, শেষ হবে না। উপায়-উপকরণকে যদি লক্ষ্য বানিয়ে নেওয়া হয় তাহলে তা বোঝা হয়ে যেতে বাধ্য।

শুধু একাধিক বিয়ে হওয়াটা কখনোই কোনো নারী কিংবা পুরুষের দোষের বিষয় নয়। এটাকে খারাপ চোখে দেখাটাই বরং দোষের। নারীদের ক্ষেত্রে বিধবা বা তালাকপ্রাপ্তা নারীকে অপয়া মনে করাটাও পৌত্তলিকদের বিশ্বাস।

‘বিয়ে জীবনে একবারই হয়’ এই পৌত্তলিক ধ্যান-ধারনা থেকে বেরিয়ে আসার সময় কি এখনো হয়নি?

 

– আহমাদ রফীক

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

১টি মন্তব্য

  1. আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ্ ,
    আমার প্রশ্ন হলো,যদি কোন মেয়ের
    পরিবার তারঁ অপছন্দনীয় পাত্রের সাথে
    মেয়েকে জোর করে বিয়ে দেয় অর্থাৎ
    পিতা-মাতার পছন্দকেই মানতে বাধ্য
    করে এবং তারঁ সাথে বিবাহ কার্য
    সম্পন্ন করে দেয় তাহলে তাদের বিবাহ
    সম্পাদন শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে
    সঠিক হবে কি না?
    এখানে উল্লেখ্য যে ছেলেটির মধ্যে
    যে অপছন্দনীয় দিক গুলো আছে তা হলো
    ছেলেটি বেনামাযী নামায পড়লেও
    মাঝেমধ্যে পড়ে,ছেলেটি
    সিগারেটের নেশা করে,মিথ্যাও
    বলে,ইসলামিক মাইন্ডের নয় আরো কিছু
    কারণে মেয়েটি বিবাহে রাজি ছিল
    না,তবে ছেলেটির আর্থিক অবস্থা ও
    সাধারণ শিক্ষা কে বিবেচনা করে
    তারঁ পিতা-মাতা মেয়েটি কে বিবাহ
    দিয়েছে, কিন্তু মেয়েটি এখুনো
    মানসিকভাবে মানতে পারিনি পিতা
    মাতা কষ্ট পাবে বিধায় সংসার করতে
    বাধ্য হচ্ছে,মেয়েটির ভাষ্য মতে
    তাকে পরিবর্তন করাও সম্ভব নয় ,
    বর্তমানে মেয়েটি তারঁ নিজ
    সিদ্ধান্তে তারঁ স্বামী কে ডিভোর্স
    করতে চাই,
    আমার প্রশ্ন শরিয়ত এ বিষয়ে কি বলে?
    আসা করি বিস্তারিত উত্তর দিয়ে
    বাধিত করবেন

মন্তব্য করুন

Back to top button