কবিতা/গান

স্বাধীনতাকামী নারী

স্বাধীনতা মানে নারী-পুরুষের সমান অধিকার,

স্বাধীনতা মানে সমাজে নারীরা বর্বরতার শিকার!

স্বাধীনতা মানে নারীদের আজ পুরুষের বেসে চলা,

স্বাধীনতা মানে নারী ও পুরুষ নির্জনে কথা বলা।

স্বাধীনতা মানে নারীরাই হয় এদেশের সরকার,

স্বাধীনতা মানে নারীর ঘরে বসে থাকার নেই দরকার।

স্বাধীনতা মানে রাজপথে মিছিল করে নারীর মর্যাদা চাওয়া,

স্বাধীনতা মানে নগ্ন পোশাকে রাস্তায় হেঁটে যাওয়া।

স্বাধীনতা মানে অধিক হারে ইভটিজিং ও নির্যাতন,

স্বাধীনতা মানে নারী সমাজের গভীর অধঃপতন।

স্বাধীনতা মানে নারীর জীবনে কলঙ্কের কালি লেপন,

স্বাধীনতা মানে তথাকথিত আধুনিক সমাজ গড়ার আমন্ত্রণ।

——————

বাস্তবে এটাই কি নারীর সত্যিকার স্বাধীনতা?

নাকি স্বাধীনতার নামে ইবলিশের অধীনতা?

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button