দৈনন্দিন জীবন

ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে ইসলামের বিধান কি?

উত্তর : প্রয়োজন যদি থাকে, তাহলে ছবিও উঠাতে পারবেন, ভিডিও-ও করতে পারবেন। কিন্তু যদি প্রয়োজন না থাকে, তাহলে অহেতুক ফালতু কাজের জন্য যদি কেউ ছবি তোলেন আথবা ভিডিও করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই।

ইসলাম যথেষ্ট গুরুত্ব দিয়ে যেসব কাজ থেকে দূরে থাকতে বলেছে, তার মধ্যে এটি একটি। কারণ, এই পথ দিয়ে মূলত আদম সন্তানদের মধ্যে শিরক এসে ঢুকেছে। এটা শিরকের আগমনের পথ। আর বর্তমান সময়ে এসব ছবি বা ভিডিও মানবজাতির বড় ধরনের পতস্থলনের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া বিভিন্ন জায়গায় যে বড় বড় মূর্তি দাঁড় করানো হচ্ছে বিভিন্ন আকার দিয়ে, এগুলো ইসলামে একেবারেই গর্হিত কাজ। এর মাধ্যমে সত্যিকার অর্থে আমরা হারাম ও শিরকের দিকে ধাবিত হচ্ছি অনেক অনেক দ্রুতগতিতে।

_____

প্রশ্নোত্তর দিয়েছেন ড. মুহাম্মাদ সাইফুল্লাহ

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button