সংবাদ

আগামী বছর থেকে মাসে সাড়ে ১২ লাখ লোকের ওমরাহর সুবিধা

আগামী বছর থেকে প্রতি মাসে সাড়ে ১২ লাখ লোক ওমরাহ করার সুযোগ পাবেন বলে সৌদি হজবিষয়ক মন্ত্রী বন্দর আল হাজ্জার জানিয়েছেন।

মন্ত্রী সৌদি গেজেটকে জানিয়েছেন, আগামী বছরের শুরু থেকেই মাসে সাড়ে ১২ লাখ লোক ওমরাহ করার সুযোগ পাবেন। বর্তমানে মাত্র চার লাখ লোক এই সুযোগ পেয়ে থাকেন।

হাজ্জার বলেন, নতুন প্রকল্প গ্রহণ করায় হজ ও ওমরাহ করার সুযোগ অনেক বেড়েছে। তিনি ই-পোর্টাল ব্যবহারের কথাও বলেন। এর ফলে ভিসা ইস্যু করতে কয়েক মিনিটের বেশি লাগবে না।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০১৩ সালে মোট ৫০ লাখ ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছিল। ২০১৪ এবং ২০১৫ সালে ৬০ লাখ করে ভিসা দেয়া হয়েছিল। ২০১৬ সালে এক কোটি এবং ২০১৮ সালে ছয় কোটি ওমরাহ ভিসা দেয়া হবে।

সূত্র : আল আরাবিয়া, ইনকিলাব

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button