বিবিধ বই

বই: ফাযায়িলে আ‘মাল

মুসলিম হিসেবে আমাদের প্রবণতা রয়েছে ফাযীলত বিষয়ক আমলগুলোর প্রতি গুরুত্ব দেয়ার। কিন্তু বেশী ফাযীলত পাওয়ার নেশায় পড়ে আমাদের মাঝে অনেকেই যইফ  ও জাল হাদীসের উপর আমাল করে আমল বিনষ্ট করছি। এমনকি ফাযায়িল সম্পর্কিত বইগুলোতে শুধু জাল যইফ হাদীস নয় বরং শিরক ও বিদআতের যেমন আলোচনা এসেছে যা আমাদেরকে শিরক  ও বিদআতের দিকে নিয়ে যাচ্ছে। ফাযীলত সম্পর্কিত হাদীসগুলোর মধ্যে মাত্র এক-চতুর্থাংশ হাদীস সমালোচিত। কিন্তু দু:খের বিষয় আমাদের আমল এই এক চতুর্থাংশ হাদীসগুলো নিয়ে কিন্তু বাকী তিন-চতুর্থাংশ হাদীস নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আবার কুরআনেও যে ফাযীলাত সম্পর্কিত আয়াতগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। এই বইটিতে প্রথমেই কুরআনের আলোকে ফাযীলাত সম্পর্কিত আয়াতগুলো আলোচিত হয়েছে। আবার আমলের ফাযীলাত সম্পর্কে আমরা অবগত হলেও আক্বীদার গুরুত্ব ও এর ফাযীলাত সম্পর্কিত যে কুরআনের আয়াত ও হাদীসগুলো এসেছে তা নিয়ে আমাদের আগ্রহ নেই। অথচ সব আমল কবূলের পূর্বশর্তই হলো আক্বীদা সঠিক হওয়া।

  • বইটিতে প্রথমেই কুরআনের আয়াত হতে ফাযায়িল বর্ণিত হয়েছ।
  • এরপর বইটিতে সহীহ হাদীসের আলোকে ফাযায়িল বর্ণিত হয়েছে।
  • বইটিতে বিভিন্ন বিষয়ের উপর ছোট ছোট গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যেমন তাওহীদ,শিরক, বিদআত,সালাত সম্পর্কিত আলোচনা রয়েছে। যা অত্যন্ত আমাদের জন্য সহায়ক।
  • বইটিতে হাদীসগুলো উল্লেখ করার পাশাপাশি হাদীসের ইবারত বর্ণনা করা হয়েছে।
  • শুধুমাত্র হাদীসগুলো উল্লেখ করা হয়নি সাথে সাথে হাদীসটির তাহক্বীক বর্ণনা করা হয়েছে।
  • শুধুমাত্র একজন মুহাদ্দিসের তাহক্বীক নয়, একাধিক মুহাদ্দিসের তাহক্কীক বর্ণনা করা হয়েছে।
  • একই বিষয়ের একাধিক হাদীসগুলো পাশাপাশি আনা হয়েছে।
  • ফাযায়িল সম্পর্কিত বানোয়াট বর্ণনার প্রতিবাদ করা হয়েছে।
  • বইটিতে “যা জানা জরুরী” সম্পর্কে একটি পরিচ্ছেদ রয়েছে। যা সবার প্রয়োজনীয় । হাদীসের বিভিন্ন পরিভাষা আলোচনা করা হয়েছে।
  • এরপর এরপর ফাযীলাত সম্পর্কিত যইফ ও মাওযু ( জাল ) হাদীসগুলো তাহক্বীকসহ বর্ণনা করা হয়েছে।
  • বইটির হাদীসগুলোর ক্রমিক নম্বর মিলানোর জন্য চতুর্থ প্রকাশের কথা নামক পরিচ্ছেদ পড়ার অনুরোধ করছি। নতুবা ক্রমিক নম্বর হাদীসগুলো পেতে সমস্যা হবে।
  • বইটির পিডিএফ করেছে waytojannah.com।

লেখক:

আহসানুল্লাহ বিন সানাউল্লাহ,

দাওরা হাদীস (এম.এ. আরাবিয়্যাহ), এম.এ. (জতীয় বিশ্ববিদ্যালয়), এম.ফিল. (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

তাহক্বীক:

  • আল্লামা নাসিরুদ্দীন আলবানী
  • হাফিয ইবনু হাজার আসকালানী
  • ইমাম শামসুদ্দীন আয-যাহাবী
  • আল্লামা হায়সামী
  • আল্লামা বুসয়রী
  • শু‘আইব আরনাউত্ব
  • আহমাদ মুহাম্মাদ শাকির
  • ডক্টর মুস্তফা আল-আ‘যমী এবং অন্যান্য মনীষীগণ।

pdf
Fazaele_Amal_(www.i-onlinemedia.net).pdf 19 MB

Download

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

১টি মন্তব্য

  1. আসসালামু আলাইকুম ….
    আপনাদের এই নেক প্রচেষ্টা নিশ্চয়ই প্রসংশার দাবী রাখে। ইসলামের প্রচার ও প্রসারের এই নেক কাজ কিয়ামতের দিন যেন নাজাতের অসিলা হয়। আমিন ..
    _সালাম ও দোয়া।
    শেখ মুরতোজা।
    মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল.
    পশ্চিমবঙ্গ। ভারত।

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button