সংবাদ

মানবিক সাহায্য প্রদানের ঘোষণা সউদি আরবের

সউদি আরব যুদ্ধবিধ্বস্ত দেশ প্রতিবেশী ইয়েমেনে মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার আওতায় ওই দেশটিতে ২৭ কোটি ৪০ লাখ ডলার মূল্যের মানবিক ত্রাণসামগ্রী পাঠাবে।

ইয়েমেনে যুদ্ধের কারণে দুঃস্থ হয়ে পড়া নাগরিকদের জন্য সাহায্য পাঠানো ব্যাপারে জাতিসংঘ আহবান জানানোর পর সউদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ সেখানে ত্রাণসামগ্রী পাঠানোর এই নির্দেশ দিয়েছেন। গত প্রায় তিন সপ্তাহ ধরে সউদি আরবের নেতৃত্বে ইয়েমেনে সহিংসতায় লিপ্ত হুথি বিদ্রোহীদের দমনে বিমান হামলা চালানো হচ্ছে। এতে হুথি যোদ্ধাদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তারা দেশটির বিভিন্ন এলাকায় এখনো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদির অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় ইয়েমেনে সউদি আরবের নেতৃত্বে স্থল অভিযানের আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। যে কোনো সময় এই অভিযানে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সাথে দেশটির সাবেক শাসক সালেহ সমর্থিত সেনাবাহিনীর একটি অংশও যোগ দিয়েছে। তাদের এই সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে সউদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী।

(আল- আরাবিয়া/ইনকিলাব)

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button