সংবাদ

মহারাষ্ট্রে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ

ভারতের মহারাষ্ট্র রাজ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো গরু, ষাঁড়, বলদ, বাছুর হত্যা। মহারাষ্ট্র অ্যানিমল প্রিভেনশন অ্যাক্ট (এমএপিএ)-এর অধীনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবারই এই নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাঁর সম্মতি জানিয়েছেন। শুধু সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতিক্রমে স্ত্রী মোষ জবাই করা যাবে। এই আইনের অমান্য করলে শাস্তি অজামিন যোগ্য ৫ বছরের সশ্রম কারাদণ্ড।

মহারাষ্ট্রে পশুহত্যা বিরোধী আইনে আগে এই সাজার মেয়াদ ছিল ছয় মাস। জরিমানার রুপির অঙ্কও ১ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে। ১৯৭৬ সাল থেকে প্রণীত এই আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী আগে ষাঁড়, স্ত্রী মোষ, মোষের বাচ্চাকে হত্যা করা আইনসিদ্ধ ছিল। নয়া অ্যামেন্ডমেন্ট অনুযায়ী ষাঁড় বা বাছুরকেও এই ৫ নম্বর ধারার অধীনে আনা হয়েছে। যার অর্থ সে রাজ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো এই জাতীয় পশু হত্যা। ১৯৯৫ সালে বিজেপি ও শিবসেনার জোট সরকার এমএপিএ-এর অধীনে ষাঁড়, বাছুর হত্যা বন্ধ করতে চেয়ে একটি অ্যামেন্ডমেন্ট আনতে উদ্যোগী হয়। বিধানসভায় এই বিল পাশ হওয়ার পরে ১৯৯৬ সালে কেন্দ্রের কাছে সম্মতি জানানোর জন্য এই বিল পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সোমবার মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে একটি চিঠি আসে। এই চিঠিতে জানানো হয়েছে ভারতীয় সংবিধানের ২০১ নম্বর ধারা অনুযায়ী এই বিষয়ে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানিয়েছেন ‘এই বিল নিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় আপত্তি জানিয়েছিল। তাদের দাবি ছিল শুধু বয়স্ক পশুদেরই জবাই করতে পাঠানো হয়। বহু কাঠখড় পুড়িয়ে আমরা নেতাদের এই বিলটির গুরুত্ব বোঝাতে সক্ষম হয়ছি।’

(নয়া দিগন্ত)

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button