সংবাদ

দেশে ধূমপানে বছরে মারা যাচ্ছে ৫৭ হাযার মানুষ

ধূমপানের কারণে নানা রোগে ভুগে বাংলাদেশে বছরে ৫৭ হাযার মানুষ মারা যায়। এছাড়া বছরে ১২ লাখ মানুষ অসুস্থ হয় এবং ৪ লাখ মানুষ পঙ্গু হয়ে যায়। সম্প্রতি ঢাকা আহছানিয়া মিশনের সম্মেলন কক্ষে ধূমপান বিরোধী আন্দোলনের নেতা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী উপরোক্ত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, তামাক জীবনকে ধ্বংস করে দেয়। তামাকের কারণে যুবকরা মাদকাসক্ত হয়। তামাক সেবনে মহিলাদের মৃত্যুর হারও বাড়ছে। মহিলারা মূলতঃ জর্দা, গুল, খৈনি ইত্যাদি সেবন করে মাদকাসক্ত হচ্ছে। অতএব দেশব্যাপী তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করলেই ধীরে ধীরে তামাকের ব্যবহার কমে যাবে বলে আশা করা যায়। উল্লেখ্য, সম্প্রতি তামাক আইন ২০০৫ সংশোধিত হয়েছে। এতে প্রকাশ্যে ধূমপানকারীর সর্বোচ্চ ৩০০ টাকা জরিমানার বিধান করে আইন পাশ করা হয়েছে। এছাড়া পাবলিক প্লেস ধূমপানমুক্ত না রাখতে পারলে এর তত্তবাবধায়ককে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা করারও আইন করা হয়েছে।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button