বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

কোন ব্যক্তির নামের আগে কি শহীদ যুক্ত করে ডাকা যাবে?

উত্তর: কোন ব্যক্তির নামের আগে শহীদ যুক্ত করে ডাকা যাবে না। কেননা রাসূল (ছাঃ) বলেন, আল্লাহই সর্বাধিক অবগত কে আল্লাহর রাস্তায় আহত হয়েছে [১]। ওমর ফারুক (রাঃ) একদা খুৎবায় বলেন, তোমরা বলে থাক যে, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ। তোমরা এরুপ বলোনা। বরং ঐরুপ বল যেরুপ রাসূল (ছাঃ) বলতেন। আর তা হল- যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে অথবা নিহত হয়েছে, সেই ব্যক্তি শহীদ [২]। অত্র হাদীছে বর্ণিত “শহীদ” বলতে শহীদ নামকরণ বোঝানো হয় নি। বরং শহীদের মর্যাদা লাভকে বোঝানো হয়েছে। আল্লাহর রাস্তায় নিহত কোন ছাহাবীর নামের সাথে “শহীদ” লকব যোগ করে ডাকা হয়নি। অতএব কারো নামের সাথে শহীদ যুক্ত করে ডাকা শরী’আত সম্মত নয়।

১. বুখারী; মুসলিম; মিশকাত হা/৩৮০২।
২. আহমাদ হা/২৮৫, সনদ হাসান; ফাৎহুল বারী জিহাদ অধ্যায় ৬/৯০।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button