বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

রাসূল (ছাঃ) হেরা গুহায় কি কারণে কি ইবাদত করতেন?

প্রশ্ন: রাসূল (ছাঃ) নবুঅত প্রাপ্তির পূর্বে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। কিন্তু কি কারণে এবং কিসের ভিত্তিতে তিনি এরুপ করতেন এবং সেখানে তিনি কি ধরনের ইবাদত করতেন?

উত্তর: রাসূল (ছাঃ) নবুঅত প্রাপ্তির পূর্বে রামাযান মাসে হেরা গুহায় বেশী বেশী ইবাদত করতেন। আল্লাহ তা’আলা তার কাছে একাকিত্বকে পছন্দনীয় করে দিয়েছিলেন। রাতের বেলায় একাকী তিনি হেরা গুহায় ইবাদতে মগ্ন থাকতেন [১]। কিন্তু তিনি কি ধরনের ইবাদত করতেন তার বিবরণ পাওয়া যায় না। তবে তিনি জাহেলী যুগের কুসংস্কার, অনাচার-অবিচার ও কুপ্রবৃত্তির অনুসরণ সহ পরস্পরে মারামারি, কাটাকাটি আর শির্কে ডুবে থাকা জাতিকে কিভাবে আলোর দিশা দিবেন তা নিয়েই চিন্তামগ্ন থাকতেন এবং আল্লাহর সাহায্য কামনা করতেন, এটা সহজেই বোঝা যায়। কারণ তাঁর ন্যায়পরায়ণতার কারণে তিনি ইতিমধ্যেই আল-আমীন উপাধি লাভ করেছিলেন।

১. বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৮৪১।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button