বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

কুরবানীর পশু কি শিশুর আকীকা হিসেবে দেওয়া যাবে?

প্রশ্ন: সন্তান জন্মের ৭ম দিনে যদি কুরবানীর ঈদের দিন হয় তবে ক্রয়কৃত পশু শিশুর আকীকা হিসেবে দিতে হবে, না কুরবানী হিসেবে?

উত্তর: কুরবানী ও আকীকা দু’টি পৃথক সুন্নাত। সতুরাং তা একই দিনে হ’লে সাধ্যমতে দুটি-ই আদায় করবে। নইলে কেবল আকীকা করবে। কেননা আকীকা জীবনে একবার হয় এবং তা সপ্তম দিনেই করতে হয় [১]। কিন্তু কুরবানী প্রতি বছরই করা যায়। সমাজে প্রচলিত কুরবানীর পশুতে আকীকার নিয়ত করা শরীয়ত সম্মত নয়। রাসূল (ছাঃ) বা ছাহাবায়ে কেরামের যুগে এ ধরনের আমলের অস্তিত্ব ছিল না [২]।

১. আবুদাউদ, নাসাঈ, তির্মিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৪১৫৩; ইরওয়া হা/১১৬৫।
২. আলোচনা দ্রঃ নায়লুল আওত্বার ৬/২৬৮, আক্বীক্বা অধ্যায়; মিরআত ২/৩৫১ ও ৫/৭৫।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button