কবিতা/গান

তাওহীদের হায় এ চির সেবক – কাজী নজরুল ইসলাম

– জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

তাওহীদের হায় এ চির সেবক
ভুলিয়া গিয়াছো সে তাকবীর
দূর্গা নামের কাছাকাছি প্রায়
দরগায় গিয়া লুটাও শীর

ওদের যেমন রাম নারায়ণ
মোদের তেমন মানিক পীর
ওদের চাউল ও কলার সাথে
মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর

ওদের শিব ও শিবানির সাথে
আলী ফাতেমার মিতালী বেশ
হাসানরে করিয়াছি কার্তীক আর
হোসেনরে করিয়াছি গজ গনেশ

বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোরা আছি বসে
বিবি তালাকের ফতওয়া খুজেছি
কোরাণ হাদীছ চষে

হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী
মিটেনি তখনও গোল
এমনি সময় আজরাইল এসে
হাকিলো, তলপি তোল

বাহীরের দিকে যত মরিয়াছি
ভীতরের দিকে তত
গুনতিতে মোরা বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

১টি মন্তব্য

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button