আদব ও আমল

কুরআন মাজীদ পড়ার কতিপয় আদব

কুরআন মাজীদ পড়ার কতিপয় আদব
১. আল্লাহ উদ্দেশ্যে ইবাদাত মনে করে পড়া
২. মন স্থির করা এ লক্ষে যে আমি আল্লাহ তা’য়ার সাথে কথোপকতন করছি
৩. আয়াত পাঠের সময় তাঁকে সম্মান দেখানো এবং তাঁর মহত্ব বোঝা
৪. বিনয়-নম্রতা এবং আয়াতের অর্থ বোঝার চেষ্টা নিয়ে পাঠ করা
৫. পবিত্র অবস্থায় পাঠ করা
৬. পবিত্র স্থানে পাঠ করা
৭. পাঠের পূর্বে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা
৮. সম্ভবে কিবলা মূখী হওয়া
৯. সুন্দর সূরে পাঠ করা
১০. হাসি বা রসিকতা নিয়ে না পড়া

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button