কবিতা/গান

হে ছায়েম! ছাড় এ মাসে

আব্দুল খালেক খান
পাটকেলঘাটা, সাতক্ষীরা।
হে ছায়েম! ছাড় এ মাহে,
মিথ্যা, গীবত, তোহমত
যেনা, চুরি, অপবাদ,
হারাম রূযীর উদর মাৎ
সূদ-ঘুষ সব থাক তফাৎ।
হে ছায়েম! ছাড় এ মাহে,
কড়ির মোহে মিথ্যা সাক্ষ্য
অশালীন কথা ও কটু বাক্য
বেচা-কেনায় কম-বেশী
খেও না বিষ গলায় রশি।
হে ছায়েম! ছাড় এ মাহে,
গাজা, ফেনসিডিল, হেরোইন,
তাস, দাবা, কেরাম বীন
বিএফ, ভিসিআর, নগ্ন ছবি,
মারামারি আর খুন খারাবি।
হে ছায়েম! ছাড় এ মাহে
বেহায়ার মত চলা ফেরা,
বিনা পর্দায় ঘর ছাড়া
ফাকির মত চিন্তা ধারা
বিড়ি, সিগারেট, গুল মারা।
হে ছায়েম! ছাড় এ মাহে
ভালবাসার প্রেমপত্র,
বিনা কাজে গেও না গো
হৃদয় তোষণে নারীর গান
তবেই তোমায় সইতে হবে
লাঞ্ছনা ও অপমান।
***

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button