কবিতা/গান

রামাযানের শিক্ষা

আতিয়ার রহমান
সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।

আসলো ছিয়াম শিক্ষা দিতে মোদের দ্বারে রামাযানে,
ছিয়াম সাধনায় শিক্ষা নিতে পারবে কি তাই সবজনে?
আল্লাহভীতি দিবা-রাত্রি সর্ব কাজে যার দিলে,
সেই তো পারে শিক্ষা নিতে বসতে ছাওমের মসনদে।
ছিয়াম সাধনার পরেও যাদের আল্লাহভীতি জাগলো না,
শয়তানী আর বদ খাছলাত মোটেও দূর হ’ল না।
সবটা জীবন থাকলো যে জন আযাযিলের পাশেতে,
রামাযানের ঐ ছিয়াম সাধনা লাগবে তাহার কোন খাতে?
শয়তানের ঐ আদেশ মেনে কাটলো যাহার সবটি কাল,
কেমনে হবে তাদের বলো ছিয়াম সাধনা পাপের ঢাল?
সন্ত্রাসী আর দুর্নীতিবাজ তারাও আজি রামাযানে,
আল্লাহ্র খুশী পাইতে তারা দু’হাত ভরে দান করে।
পায় যদি ফের শিক্ষা তারা তওবা করে ফিরতে চায়,
রামাযানেরই শিক্ষা তারা শক্ত করে বক্ষে নেয়।
হইলে খুশী তওবাতে তোর মহান রহীম রহমান,
করতে পারেন তোকে হেথায় তাঁহার অসীম রহম দান।
রামাযানেতে শিক্ষা পেলাম আল্লাভীতি অন্তরে,
সঠিক রাহে চলবো এবার কাঁদবো এবার তাঁর দ্বারে।
চলবো এবার মুত্তাক্বীদের সংগে আমি দল বেঁধে,
পড়বো না আর আযাযিলের বিশ্বে পাতা ঐ ফাঁদে।
আল্লাহ্র পথে চলবো এবার ছিয়াম সাধনার শিক্ষা নে,
এটাই হ’ল সঠিক শিক্ষা ত্রিশ দিনের রামাযানে।
***

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button