সংবাদ

রকেট উৎপাদন করে তুরস্কের রেকর্ড

সামরিক সক্ষমতার দিক দিয়ে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে তুরস্ক। বিশ্বের সর্ববৃহৎ রকেট আর্টিলারিতে বিশ্বরেকর্ড করে গিনেস বুকে নাম লিখিয়েছে তুরষ্ক। দেশটির শীর্ষস্থানীয় রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘রকেটসান’ এই রেকর্ড করেছে বলে গত ২৬শে আগষ্ট রবিবার খবর প্রকাশ করেছে ইয়ানি শাফাক। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, সংযুক্ত আরব আমিরাতের জন্য জোবারিয়া নামে বহুমুখী ক্রাশ রকেট লাঞ্চার সিস্টেম তৈরি করে এই রেকর্ড করেছে। বিশ্বে এ যাবৎ যত রকেট সিস্টেম রয়েছে তদপেক্ষা জোবারিয়া রকেট সিস্টেমে রকেটের ব্যারেলের সংখ্যা সর্বাধিক। জোবারিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১২২ মিলিমিটার আর্টিলারি রকেট সিস্টেম হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। রকেট লাঞ্চারটিতে ১০ চাকার সেমিট্রেইলার ব্যবহার করা হয়। প্রতিটি ট্রেইলারেই একটি করে ১২২ মিলিমিটার রকেট রয়েছে। নতুন এই রকেট সিস্টেম হ’তে ৩৭ কিলোমিটার দূরত্বের যেকোন লক্ষ্যবস্ত্ততে ২৪০টি রকেট নিক্ষেপ করা সম্ভব। লক্ষ্যবস্ত্তর চতুর্দিকে ৪ কিলোমিটার পর্যন্ত এলাকা এই রকেটের আঘাতে ধ্বংস হয়ে যাবে।

উল্লেখ্য যে, গত বছর তুরস্কের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানটি ১ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করেছে। যা এর পূর্বের বছরের তুলনায় প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার বেশী।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button