সংবাদ

জুম‘আ আদায়ে দেড় ঘণ্টা সময় পাবেন উত্তরাখন্ডের মুসলিম কর্মচারীরা

পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছিল ইমাম ভাতা। অর্থাৎ মসজিদের ইমাম ছাহেবরা সরকারের পক্ষ থেকে পাবেন বিশেষ আর্থিক সুযোগ। এবার মুসলিমদের জন্য এমনই এক পথে পা বাড়িয়ে দিল উত্তরাখন্ড। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি শুক্রবার মুসলিম সরকারী কর্মচারীরা বেলা সাড়ে ১২-টা থেকে ২-টা পর্যন্ত দেড় ঘণ্টা ছুটি পাবেন জুম‘আর ছালাত আদায়ের জন্য।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে এই সুযোগ দেয়ার কথা ঘোষণা করেছে। তবে মুখ্যমন্ত্রী জানান যে, মুসলিম ভোট ব্যাঙ্ক টানতে এই সিদ্ধান্ত নেয়া হয়নি। বরং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button