অর্থনীতি/যাকাত/ছাদাক্বা

ইসলামের দৃষ্টিতে ফরেক্স ব্যবসা শরী‘আতসম্মত হবে কি?

উত্তর : আমাদের জানা মতে, ফরেক্স ব্যবসা হ’ল বিভিন্ন দেশের মূদ্রা বেচাকেনার ব্যবসা। বিভিন্ন দেশের মুদ্রার মূল্যের মধ্যে প্রতিনিয়ত কমবেশী হয়। তাই লভ্যাংশের ভিত্তিতে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করা জায়েয। তবে এটি নগদে হ’তে হবে (শায়খ বিন বায. মাজমূ‘ ফাতাওয়া ১৯/১৭১-১৭৪)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি, গমের বদলে গম, লেনদেন (কম-বেশী না করে) একই রকম সমপরিমাণ ও নগদে হ’তে হবে। যখন ঐ বস্ত্তগুলির মধ্যে ভিন্নতা থাকবে তখন নগদে তোমরা ইচ্ছানুযায়ী ক্রয়-বিক্রয় কর’ (মুসলিম, মিশকাত হা/২৮০৮ ‘সুদের বর্ণনা’ অনুচ্ছেদ)। তবে খেয়াল রাখতে হবে, যেন উক্ত ব্যবসার জন্য খোলা একাউন্টে কোন সূদের মিশ্রণ না থাকে। আর যদি এতে কোন প্রতারণা থেকে থাকে, তবে এ থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত নয়’ (মুসলিম, মিশকাত হা/২৮৬০)। আর অস্পষ্টতা থাকলে তাও বাতিল। রাসূল (ছাঃ) বলেন, ‘তুমি সন্দেহযুক্ত বিষয় থেকে নিঃসন্দেহের দিকে ধাবিত হও’ (তিরমিযী, মিশকাত হা/২৭৭৩)।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

১টি মন্তব্য

  1. আপনাদের এই ফতোয়া অস্পষ্ট এবং অনেকটা জায়েজের দিকেই ঠেলে দিয়েছেন । অথচ islamqa.info তে দেয়া ফতোয়াতে দেখা যায় ফরেক্স ব্যবসার অনেকগুলো ধারাকে ইসলামের সাথে সাংঘার্ষিক বলে তারা এইটাকে না করার জন্য শক্তভাবে রিকমেন্ড করছেন। হুটহাট ফতোয়া না দিয়ে ভালভাবে জেনে অল্প ফতোয়া দেয়ার চেষ্টা করুন, এটাই আখিরাতের জন্য নিরাপদ। আপনাদের এর একটা ফতোয়াতে দেখলাম আপনারা পাইরেটেড সফটওয়ার ব্যবহারকে এক কথায় হারাম নাজায়েজ বানিয়ে দিলেন, অথচ islamqa.info তে আলেমদের বিভিন্ন রকমের মতামত নিয়ে বেশ বড় একটা ডিসকাশনের পর তারা এইটাকে মূলত হারাম বললেও কয়েকটা শর্ত পূরণ সাপেক্ষে ব্যক্তি পর্যায়ে ব্যবহার করা যাবে এই ফতোয়া দিয়েছেন, অথচ আপনারা সেটাকে এক কথায় না করে দিলেন, ভালভাবে জেনেশুনে ফতোয়া দেয়ার চেষ্টা করুন, এইটা অনেক বড় আমানত।

মন্তব্য করুন

Back to top button